দুই দলের প্রথম সাক্ষাতে মিনিস্টার ঢাকা অলআউট হয়েছিল মাত্র ১০০ রানে। যা ৩ ওভার হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়েই তাড়া করে ফেলেছিল সিলেট সানরাইজার্স। আজ ফিরতি পর্বের ম্যাচে আগে ব্যাট করে ঢাকার মতো অল্পেই গুটিয়ে যায়নি সিলেট। বরং লেন্ডল সিমন্সের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারের আসরের প্রথম সেঞ্চুরিতে সিলেটের ক্যারিবীয় ওপেনার সিমন্স করেছেন ১১৬ রান। তার একার নৈপুণ্যেই মূলত ১৭৫ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে পেরেছে সিলেট। তাদেরকে হারিয়ে প্রতিশোধ নিতে ঢাকার সামনে এখন লক্ষ্য ১৭৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে ঢাকার সংগ্রহ১৬.৪ ওভার শেষে১ উইকেটে১৭৩ রান। তামিমের সংগ্রহ৬২ বলে ১০০ রান।