আশরাফুল ইসলাম, প্রতিনিধি তারাগঞ্জ (রংপুর):

রংপুরের কৃষি ব্যাংকে ঘুষ ছাড়া ঋণ পান না কৃষকরা প্রতিবাদে বিক্ষোভ শিরোনামে গত ১৫ সেপ্টেম্বর দৈনিক সংবাদ পত্রিকার ৭ নম্বর পাতায় খবর প্রকাশিত হলে তোল পার সৃষ্টি হয় রংপুরের তারাগঞ্জ উপজেলা জুড়ে। এতে ওই ব্যবস্থাপকের নানা অনিয়োম দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর তা উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তদন্ত করেন কর্তৃপক্ষ। তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় ঘোলা পানিতে মাছ শিকার করার লখ্যে শাখা ব্যবস্থাপক ওমর ফারুকের আয়োজনে ওই ব্যাংক কার্যালয়ে গত সোমবর ব্যাংকের গ্রাহকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ওই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তারাগঞ্জ শাখা ব্যবস্থাপক ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কুশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশিন চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লায়লা সরকার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রিয়াদুজ্জামান রিয়াদ। ওই ব্যাংকের গ্রাহক মাহাতব উদ্দিন ও পাপন দত্ত জানান, এই ব্যাংকে ঋণ নয়া ও পরিষদের সময় ম্যানেজারকে ঘুষ দিতে হয়। তার ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানলে নানাভাবে উনি গ্রাহকদের হয়রানি করেন। আমরা ওই ব্যাংক ব্যবস্থাপকের ঘুষ গ্রহণ বিষয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছি।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর ও গ্রাহকদের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর তদন্ত করেছি। উল্লেখ্য- রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওমর ফারুকের বিরুদ্ধে ঘুষ না দিলে ঋণ না দেওয়াসহ কৃষকদের হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের প্রেসক্লাব চত্বরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শত শত কৃষক সমাবেশে কৃষকরা বলেন, ‘ভরা মৌসুমে সবজিসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য তারাগঞ্জ উপজেলা কৃষি ব্যাংক শাখায় কৃষকরা ঋণ নেওয়ার জন্য জমির কাগজপত্র নিয়ে গেলে ব্যবস্থাপক আগাম ঘুষ না দিলে ঋণ দেন না। তার স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেও কোনও প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করছেন কৃষকরা। ঋণ না পাওয়ায় শত শত কৃষক শস্য চাষাবাদ করতে পারছেন না।’ সমাবেশে কৃষকরা অভিযুক্ত ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার অপসারণ দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *