ডিমলা গয়াবাড়ি ইউপিতে ভিডাব্লিউ কর্মসূচির চাউল বিতরণ
ডিমলা নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ডিমলা উপজেলা প্রশাসন আয়োজনে, ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ এর সহায়তায় ভিডাব্লিউ কর্মসূচি আওতায় ৩৮৫ জন উপকারভোগীদের মাঝে এ চাউল বিতরণ করা হয়েছে।
৩ অক্টোবর সকালে ইউনিয়ন পরিষদ মাঠে এ চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান সামসুল হক, ইউপি সচিব মাহবুব ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, হিসাব সহকারী মিলন মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ভিডাব্লিউ চাউল উপকারভোগীগন কত দিন এ সুবিদা পাবেন জানতে চাইলে উপজেলা
মহিলাবিষয়ক কর্মকর্তা পুরবী রাণী রায় প্রতিবেদকে বলেন,ভিডব্লিউবি কর্মসূচিতে উপকারভোগীরা দুই বছর ধরে মাসে ৩০ কেজি চাউল সহায়তা পাবেন।চলমান চক্রে সারা দেশে দরিদ্র নারী উপকারভোগীর সংখ্যা ১০ লাখ ৪০ হাজার। একবার যিনি তালিকাভুক্ত হন, তিনি দুই বছর মেয়াদ শেষ করার পর পরবর্তী চার বছর পর্যন্ত আর তালিকাভুক্ত হতে পারেন না।