ডিমলা নীলফামারী প্রতিনিধি: টানা তিনদিন থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী একটানা মুসল ধারে বৃষ্টি হচ্ছে। ৭২ ঘন্টায় দেখা মেলেনি সূর্যের। প্রয়োজনের তাগিদে বৃষ্টিকে উপেক্ষা রুটি রুজির জন্য সামান্য কিছু গাড়ি চলাচল করছে রাস্তায়। অন্যদিকে প্রয়োজন ছাড়া কেউ বাড়ী থেকে বাহিরে বের হয়নি। তবে চরম বিপাকে পরেছেন দিনমজুর ছিন্নমুল মানুষ ও গবাদি পশু। অন্যদিকে টানা কয়েক দিন থেকে দিনব্যাপী অনাবর্ত বৃষ্টি কারনে সীমান্ত ঘেঁষা ডিমলা উপজেলার নিম্নাঞ্চল হয়েছে । বৃহৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কিছু ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পরেছেন। এ ব্যাপারে কথা হয কৃষক, আব্দুর রাজ্জাক, আবু তাহের, গোলাম আযম, আব্দুর রশিদ,  মোস্তাফিজুর রহমান মোস্তাই তারা বলেন, টানা তিন দিনের ভারী বর্ষণের প্রকোপে  নদী নালা খাল বিল কানায় কানায় ভরে গেছে যার ফলে  স্রতধারা অব্যাহত রয়েছে। অনেকের বাড়িতে এমনও হয়েছে হাত মুখ ধোয়ার জন্য আর টিউবওয়েল চাপতে হবে না দুয়ারের পানি দিয়ে হাত মুখ ধোয়ার উপক্রম হয়েছে।  অনেকের পুকুরের মাছ বেরিয়ে গেছে। রবি শস্য নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যম আয়ের এবং শ্রমজীবী মানুষ সহ গবাদিপশু  চরম বিপাকে পরেছে।

মহামহীম স্রষ্টার কাছে কায় মনে প্রার্থনা করছি তিনি যেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *