ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ৯ নং টেপাখড়িবাড়ী, ৪ নং খগাখড়িবাড়ী ও ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৩১-মে) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। উক্ত তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ নিয়ে ভোটারদের মাঝে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া।