ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
‘বাজেট সভায় অংশ গ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো’ ডিজিটাল বাংলাদেশ নির্মাণের প্রত্যয় কে সামনে রেখে, খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ আয়োজনে, নীলফামারী ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে-২০২৩) সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেট অধিবেশনে ২ কোটি ৩৩ লক্ষ ৭ হাজার ৭ শত ৩৮ টাকা সম্ভাব্য আয়, ২ কোটি ৩২ লক্ষ ৫৩ হাজার ২ শত ১৩ টাকা ব্যয় ও উদ্বৃত্ত ৫৪ হাজার ৫ শত ২৪ টাকা ধরে উন্মুক্ত বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম।
এসময় খালিশা চাপানী ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার এর সভাপ্রধানে বাজেট সভায় অত্র ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়ন গঠনে ইউনিয়নের ভৌগোলিক অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, বীর মুক্তি যোদ্ধা লিয়াকত আলী, দাবির উদ্দিন, হাকিম আলী, সহিদার রহমান, খা: চা: ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি তামজিদার রহমান তামজিদ, তিস্তা ডিগ্রি কলেজ প্রভাষক ডা: এনামুল হক, সহ ইউপি সদস্য বৃন্দ, এলাকার গন্যমান্য বৃক্তি বর্গ ও গ্রাম পুলিশের সদস্যগণ।
সভাপতি তার সমাপনী বক্তব্যে, বাজেটে অংশ গ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার শাসন আমলের ১ বছর ৬ মাসে ধর্মীয় উপাসনালয়, রাস্তা ঘাট পুল কালভার্ট নির্মাণ করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ এই বাজেটে অবশিষ্ট কাজ গুলো সমাপ্ত করার চেষ্টা করবো। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।