ডিমলা নিলফামারী প্রতিনিধি  নীলফামারী ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের  ৩ নং ওয়ার্ড, উত্তর সোনাখুলী, ঝগরুর পাড়া,দদিরাম ও সোলাইমান পাড়ার মানুষের চলাচলের রাস্তায় নির্মিত কালভার্ট ভেঙ্গে যাওয়ায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে দৈনন্দিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর সোনাখালী ৩ নং ওয়ার্ড নির্মিত রেকডি রাস্তাটি যার বুক চিরে যাতায়াত করে কোমলমতি শিক্ষার্থীসহ সর্বস্তরের  হাজারো মানুষ। এছাড়াও তিন ফসলি জমিনের মালামাল বহন করতে অনেক দূর দিয়ে যাতায়াত করতে লাভের লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।প্রতি বছরে দুই থেকে তিন বার সবার মাঝে  বাস খুঁজে নিয়ে এসে  পারাপারের ব্যবস্থা করা হয় এমনটাই জানালেন, সমাজ সেবক  সফিকুল ইসলাম দুলু, কৃষক জহেদুল ইসলাম, চিত্তরঞ্জন, মোনা রাম,ডা: দিলিপ রায় প্রমূখ।

এব্যাপারে ইউপি সদস্য নুর ইসলাম বলেন, আমার চারটি গ্রামের হাজারো মানুষের চলাচল, ব্যবসা বানিজ্য, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, জনজীবন পরেছে চরম দুর্ভোগে। এ দূর্ভোগ এরাতে আমি চেয়ারম্যান মহোদয় কে অনেক বার  বলেছি, এমনকি নির্বাহী অফিসারও এসেছেন,জানিনা কবে এই সমস্যা দুরভিত হবে। বর্ষা আসার আগে এর একটা বিহিত করতে না পারলে  ছেলে মেয়েদের পড়া শোনার ব্যাঘাত সহ এই অঞ্চলের মানুষজন ও ব্যবসায়ীদেরকে অত্যন্ত কষ্টে দিনযাপন করতে হবে। 

চেয়ারম্যান একরামুলক চৌধুরী বলেন, বিষয়টি উপজেলা  নির্বাহী অফিসার ও পিআই অফিসার কে সরেজমিনে দেখানো ও অবগত করানো হয়েছে, আশা করি আসু সমস্যা দ্রুত সমাধান হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *