রিফাত প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে শুশুর বাড়ি থেকে আকলিমা নামে, এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানার পুলিশ , আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চিকাজানী ইউনিয়নের নয়া এই গ্রামে ঘটনাটি ঘটে । আকলিমা বাহাদুরাবাদ ইউনিয়নের খোটারচর গ্রামে আলী হোসেন ও তার মাতা, বেহুলা বেগমের মেয়ে,। এ ছাড়া তিনি নয়া গ্রামে হেলালের স্ত্রী , ঘটনার পর থেকে আকলিমা স্বামী হেলাল ও শশুর পালাতক ছিলো পরে বৃহস্পতিবার দুপুরে আকলিমা স্বামী হেলালকে গ্রেফতার করে দেওয়ানগঞ্জ থানার পুলিশ একাধিক প্রতিবেশী জানায় প্রায় আট বছর আগে আকলিমার সঙ্গে নয়াগ্রামের মোঃ হেলালের বিয়ে হয়। এবং তাদের ঘরে ৬ বছরের একটি পুত্র সন্তান রয়েছে । আরো জানা যায় যে বুধবারে রাত্রে ধান বিক্রি করা নিয়ে নাকি আকলিমার সঙ্গে তার স্বামী মোঃ হেলালের কথা কাটাকাটি হয়। এবং তাদের হাতাহাতি ও মারধরের শব্দ শুনতে পায় পতিবেশীরা । আর এসময় নাকি তাদের ঘরের দরজা বন্ধ ছিলো। পরে তাদের সাড়া শব্দ না পাওয়ায় স্বামী স্ত্রী ঝামেলা মিটে গেছে জেনে এগিয়ে আসেনি পতিবেশী বৃহস্পতিবার সকালে আকলিমা ৬ বছরের ছেলে মা কে ডেকে ডেকে কান্নাকাটি করলে বাড়ি এবং তার পতিবেশী লোক জন ছুটে আসে। ঘরের খাটে আকলিমাকে ওরনা পেঁচানো থাকতে দেখে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ, এবং আকলিমার মা, বেহুলা বেগম বলেন বিয়ের পর থেকে আমার মেয়ে উপর শারীরিক নির্যাতন চালাতো তার স্বামী হেলাল । প্রথম দিক থেকে মানিয়ে চালার চেষ্টা করেছে আমার মেয়ে আকলিমা এবং আমার মেয়ের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসি। ১১ দিন পর হেলাল তার নিজের ভুল স্বীকার করে আকলিমাকে নিয়ে যায় হেলাল, আর আজকে জানতে পারলাম আমার মেয়েকে হেলাল খুন করেছে । আমি আমার মেয়ের খুনের হত্যার বিচার চাই ,
এবং জানা যায় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি শ্যামল চন্দ ধর) বলেন ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে , ,,