ডিমলা নীলফামারী প্রতিনিধি: ডিমলা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাথমিক পর্যায়ের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়ে শিশুদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য শ্রেণিকক্ষ আকর্ষণীয় করা উদ্যোগ নেয়া হয়েছে, এবং নীলফামারী ডিমলা উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ করা হয়েছে যাতে করে শিশুরা বিদ্যালয়মুখী হয়। বিদ্যালয়ের পরিবেশ আকর্ষণীয় হলে শিশুরা বিদ্যালয়মুখী হবে এমনটাই জানালেন উপসহকারী শিক্ষা অফিসার ফিরোজুল আলম ও সাজ্জাদুজ্জামান সাজ্জাদ। সোমবার সকালে নীলফামারী ডিমলা উপজেলা ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন পশ্চিম ছোটখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন কালে তারা এসব কথা বলেন।এসময় তিনি শ্রেণি কক্ষে শিশুদের সাথে সাধারণ জ্ঞান বিষয়ে পাঠদান করান।
২০০৯ সালে স্থাপিত বিদ্যালয়টির ভৌগোলিক অবস্থার দিক থেকে ছিল চারদিক পানি। সেই সময় থেকে অদ্যবধি বিদ্যালয়ের চতুর্থ দিকে ৩ মাইল জুড়ে ছিলনা কোন প্রতিষ্ঠান। শিক্ষার আলো প্রস্ফুটি করার লক্ষ্যে এলাকাবাসির মহৎ ইচ্ছায় গড়ে উঠা বিদ্যালয়টি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সহতায় প্রতিষ্ঠানের চতুর্থ তোলায় রুপান্তিত হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা সম্পর্কে প্রধান শিক্ষক ভরত চন্দ্র রায় বলেন, উজান থেকে ধেয়ে আসা বৃষ্টির স্রোতের গতিধারা যদি এখন থেকে গতিরোধ করা না যায় তাহলে প্রতিষ্ঠানটি হারাবে তার পরিবেশের ভারসাম্য কোমলমতি শিক্ষার্থীরা পরবে চরম ঝুঁকিতে। এ ব্যাপারে স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও উপজেলা প্রশাসনকে অবগত করানো হয়েছে। আশা করি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানদের স্বার্থে আসু সমস্যা তেনারা দ্রুত সমাধান করবে।