আশরাফুল ইসলাম, প্রতিনিধি তারাগঞ্জ (রংপুর):
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় একটি ছেলে সন্তানসহ ভগ্নিপতির সাথে উধাও এক গৃহবধূ। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের নাড়ায়নজন পালপাড়া গ্রামের ডালিম মহন্তের স্ত্রী পরকীয়া সম্পর্কের জেরে এক সন্তানের জননী গৃহবধূকে নিয়ে নিরুদ্দেশে পালিয়েছেন তার আপন ছোট্ট ভগ্নিপতি দুই সন্তানের জনক গোপাল মহন্ত। ঘটনার পর থেকে প্রেমিক গোপাল মহন্তের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে । ঘটনাটি গত সমবার (২৭ মার্চ) দুপুরে ঘটেছে। পরকীয়া গোপালকে খুঁজে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন গৃহবধূর স্বামী ডালিম মহন্ত।
সরেজমিনে গিয়ে জানা যায়, রংপুর জেলার মাহিগঞ্জ উপজেলার শাতমাতা নিউ চকবাজার বটতলা গ্রামের নিপেন মহন্তের ছেলে গোপাল মহন্ত দুই সন্তানের জনকের সঙ্গে তার আপন সমন্দী ভাইয়ের স্ত্রী এক সন্তানের জননীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। সমবার দুপরে উপজেলার ইকরচালী ব্র্যাক শাখা অফিসের সমন থেকে গৃহবধূকে নিয়ে পালিয়ে যায় গোপাল মহন্ত। এ ঘটনায় তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত উভয় পরিবারের লোকজন।
ভুক্তভোগী ডালিম মহন্ত বলেন, আমার স্ত্রী জবা রানী এর আগে গত ২৬ শে ডিসেম্বর আমার আপন ভগ্নিপতি গোপাল মহন্তের সাথে পালিয়ে যায়। পরে ৮ই জানুয়ারি আমার বাড়িতে ফেরত পাঠান আমার স্ত্রীকে গোপাল মহন্ত। এবার উধাও হওয়ার সময় সোনা ও টাকা নিয়ে পালিয়েছে জবা রানী ও গোপাল মহন্ত।
এ ঘটনার সংক্রান্তে হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, সেই মেয়ে নিজেই ভালোবাসার সম্পর্ক করে ওই ছেলের সাথে পালিয়েছে। তারা তো প্রাপ্তবয়স্ক, একজন আরেকজনের সাথে পালিয়েছে। তার স্বামী এখন থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে। থানার পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন