প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী কঠিন শিলা মধ্যপাড়া পাথরখনি শ্রমিকের ৫২ জন শিক্ষার্থী সন্তানের মাঝে মাসিক শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সমাজকল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জিটিসি’র চ্যারিটি হোম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওইসব শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন।
পরে এমপিওভূক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য আর্থিক অনুদানের অর্থ প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়া হয়। এছাড়াও চ্যারিটি হোমে এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে পাঁচদিন খনিএলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
2023-03-29