গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল ঃ গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মো. অলিউর রহমান (অলি) মন্ডলের বিভিন্ন দূর্ণীতি এবং চাঁদাবাজির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার হোসেনপুর ইউপি’র হাসবাড়ী বাজারে সচেতন এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাশেদুজ্জামান পল্লব, গোলাম মোর্তজা মানিক, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম, পলাশ মিয়া, হালিম মিয়া, আপেল মিয়া ও ধলু মিয়া প্রমুখ।
বক্তারা, উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মো. অলিউর রহমান (অলি) মন্ডল তাঁর এলাকায় বিভিন্ন দূর্ণীতি এবং চাঁদাবাজির করে আসছেন বলে উল্লেখ করেন। এব্যাপারে ভূক্তভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় ভুক্তভোগী পরিবারগুলো ছাড়াও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।