ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস ডিমলা উপজেলা আয়োজনে, স্মার্ট নাগরিক গড়তে স্কাউটিং বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ১২ তম স্কাউট সমাবেশ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার নাউতারা আবিউন নেছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ডিমলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহসভাপতি বাংলাদেশ স্কাউট ডিমলা লুৎফর রহমান এর সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। প্রধান শিক্ষক সাতজান রথ বাজার সরকারীর প্রাথমিক বিদ্যালয়,ও উডব্যাজার সহযোগী সদস্য ডিমলা, ফাহমিদা পারভিন এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিমলা থানা ওসি তদন্ত বিশ্বদেব রায়, উপপরিচালক জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র দেবিগঞ্জ পঞ্চগড় আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ডোমার,সাফিউল ইসলাম, কমিশনার বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা, বিনয় কুমার রায়, ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন সম্পাদক বাংলাদেশ স্কাউটস, ডিমলা উপজেলা প্রশাান্ত কুমার দত্ত, এছাড়াও উপস্থিত ছিলেন, নাউতারা আবিউন নেছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাসিরা আখতার সহকারী কমিশনার নীলফামারী জেলা।
উদ্বোধন আলোচনা শেষে ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, জাতীয় পতাকা ও সমাবেশ পতাকা উত্তোলন,জাতীয় সংগীত ও প্রা্র্থনা সংগীত পরিবেশন, ফেষ্টুন উরানোর এবং আনন্দ র্যালি করা হয়।