আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় মঙ্গলবার( ১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোঃ রুবেল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক। জানাগেছে, সোমবার ( ১৩ মার্চ) বিকালে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে রামপুর গ্রামের মৃত বিশু মোহাম্মদের পুত্র সাদেকুল ইসলাম ও তসলিম উদ্দীনের পুত্র আব্দুল কাদের’র সমস্ত ঘর,আসবাবপত্র,ধান-চাল, নগদ টাকা পুড়ে ভূষ্মিভূত হয় এবং বাড়ীর ভিতরে থাকা ৩টি গরু ও ৬টি ছাগল দগ্ধ হয়। এসময় অগ্নিকান্ড থেকে রক্ষা করতে গিয়ে মৃত আব্দুলের পুত্র আনছারুল ও তার ভাই রইসুলের সমস্ত ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রæত ঘটনাস্থলে পৌছে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওইদিন রাতেই উপজেলা র্নিাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানাগেছে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের গৃহকর্তারা সেদিন বরিশাল ছারছিনা দরবার শরীফের মাহফিলে অবস্থান করছিলেন। ক্ষতিগ্রস্থ পরিবারের দুর্দশার কথা ভেবে ১৪ মার্চ দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকার চেক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *