ডিমলা নীলফামারী প্রতিনিধি:

 আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিমলা ইউনিয়ন  চেয়ারম্যান পদে উপনির্বাচন।

নির্বাচনের ধারাবাহিকতা  নটাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজ সেবক আব্দুল খালেক এর সভাপ্রধানে  নৌকা মার্কার প্রার্থী এ এইচ এম ফিরোজ সরকার এর পথ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় তার মরহুম পিতা আবুল কাশেম সরকার  এর  রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করে বক্তব্য রাখেন, সমাজ সেবক আঃ রউফ, ডাঃ রবিউল ইসলাম বাবলু, সুধাংশু রায়,জাহিনুর ইসলাম, আবুল কালাম, রুহানি প্রমূখ।

সভায় চেয়ারম্যান প্রার্থী এ এইচ এম ফিরোজ সরকার বলেন,  নৌকার বিজয় তো ডিমলার সর্বস্তরের মানুষের  বিজয়। ১৬ তারিখ সকালে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল মা বোন জোট বেঁধে সকাল সকাল  ভোট সেন্টারে গিয়ে আপনাদের  মূল্যবান ভোট নৌকা মার্কায় প্রদান করবেন। আমি নির্বাচনে আসতে চাইনি ডিমলার সকল স্তরের  মানুষ যখন  তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার কথা বললেন, তাদের মূখ পানে চেয়ে  আমার এ পথ চলা।আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন আমি দালালমুক্ত, পরিষদ এবং যার যে অধিকার তাকে তার অধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার মরহম পিতার জন্য দোয়া করবেন আমি যেন  তার  রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *