গাইবান্ধা থেকে অাঃখালেক মন্ডলঃ

বিএনপি জামাতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক  সম্প্রপ্রীতি বিনষ্টের প্রতিবাদ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপি যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১২ মার্চ বিকেলে পৌর শহরের চৌমাথা মোড়ে আয়োজিত উপজেলা আওয়ামী যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসান রাসেল মাহমুদ তাপস ও সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু’র নেতৃত্বে সংগঠনের উপজেলা ও পৌরসহ ইউনিয়ন নেতাকর্মীদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে নেতৃবৃন্দ জামাত-বিএনপিসহ সকল অপরাজনীতি প্রতিরোধে যুবলীগের প্রতিটি নেতাকর্মী রাজপথে সোচ্চার রয়েছে। আগামীতেও অতন্দ্র প্রহরীর ন্যায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *