ডিমলা নীলফামারী প্রতিনিধি:নিরাপত্তা বাহিনীর সামনে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের।
শনিবারে দুপুর ১টা ২০ মিনিটে তিস্তা দনীতে ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঠাকুরগাঁও রাণী শংকৈল বিদ্যালয় থেকে ডালিযা পিকনিক স্পট ৭০ জন সদস্যদের একটি টিম আসে। এদের মধ্যে ১০ বন্ধু দুপুর আনুমানিক ১২ টার সময় তিস্তার ৫২ নং গেটের সামনে গোসল করতে নামে ৯ জন বন্ধু উঠে আসে। সাগর রায় নামের একজন উঠেনি। এসময় টহলকারী পুলিশ ও আনসার বাহিনীরা তাদের গোসলের দৃশ্য দেখলেও তাতে কোন প্রকার বাুধা প্রদান করেননি বলে দর্শনার্থীরা জানান। সাগড় কে পাওয়া না গেলে ডিমলা ফায়ার সার্ভিস টিমকে ফোন দেওয়া হয়। পরে তাকে স্থানীয় ডুবুরির সাহায্যে ৩টা ১৫ মিনিটে উত্তোলন করা হয়। অনেকে বলেন, পাল্স আছে তা ভেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃপঃ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান বলেন, তাকে মৃত্যু অবস্থায় পাওয়া গেছে।
দর্শনার্থীরা আরো জানান তিস্তা নদী কোন জায়গায় কি আছে, কোথায় নামা যাবে, কোথায় নামাা যাবেনা এছাড়াও যদি বিপদ সংকেত চিহ্ন থাকত তাহলে এ সব দূর্ঘটনার হাত থেকে দর্শনার্থীরা রেহাই পাইতো। এ বিষয়ে কথা হয় ডালিয়া দোকানি উপ বিভাগীয় প্রকৌশলী রাশেদিন এর সঙ্গে তিনি বলেন, টহলে আনসারদের মাধ্যমে জেনেছি ৫২ নং গেটের অনেক দূরে থাকি তারা গোসল করতে করতে সে জায়গায় এসে। এ সকল অনাকাঙ্ক্ষিত মৃত কখনোই কাম্য নয়। বিপদ সংকেত জায়গাগুলোতে কোন চিহ্ন দেওয়া পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে প্রতিবেদকে বলেন এভাবে কখনো ভাবা হয়নি , উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।