সুদের টাকা না পাওয়ায় ঋণগ্রহীতার ১৩ বছরের মেয়েকে বিয়ের অভিযোগ উঠেছে এক সুদ কারবারির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদরের কাকুয়া ইউনিয়নের রাঙ্গাচিরা গ্রামেগত ২৫ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটলেও মঙ্গলবার (১ মার্চ) বিষয়টি জানা যায়। সুদ কারবারির নাম সিরাজ ইসলাম (৫৫)। তিনি টাঙ্গাইল সদরের চিলাবাড়ি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। তার স্ত্রী ও কলেজপড়ুয়া সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের কাছ থেকে সুদে টাকা নেন রাঙ্গাচিরা গ্রামের ইউসুফ। পরবর্তীতে টাকা পরিশোধ করতে না পারায় স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় সিরাজুল ঋণগ্রহীতা ইউসুফের ১৩ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে বিয়ের রেজিস্ট্রেশন করেন স্থানীয় কাজী আমিরুল ইসলাম।
রাঙ্গাচিরা গ্রামের ইউপি সদস্য সোলাইমান মণ্ডল বলেন, ‘ঘটনাটি আমি পরে জানতে পেরেছি। তাৎক্ষণিক বিষয়টি জানলে এমন ঘটনা ঘটতে দিতাম না। অভাব-অনটনের কারণে সিরাজের কাছে মেয়েকে বিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মেয়ের মাসুদের কারবারি সিরাজুল ইসলাম বলেন, ইসলামী শরীয়তে কোনো নিষেধ নাই। ৮০ বছরের বুড়াও ১২ বছরের মেয়েকে বিয়ে করতে পারবে। তাহলে আমি পারব না কেনো। আমার বড় বউ অসুস্থ থাকে, তাই পরিবারের মতামত নিয়েই প্রস্তাবের মাধ্যমে বিয়ে করেছি। তবে মেয়েটির পরিবারকে সুদের টাকার জন্য চাপ প্রয়োগ করে।