গাজীপুরে চিনি ভেবে তেলাপোকা মারার ওষুধ খেয়ে জুনায়েদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই জুবায়ের (৫) হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মহানগরীর কাশিমপুর থানার সুরাবাড়ির নাভানা এলাকায় এ ঘটনা ঘটে। জুনায়েদ ও জুবায়ের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব শিবরামপুর গ্রামের পোশাকশ্রমিক দম্পতি রফিক মিয়া ও মিলি বেগমের সন্তান। রফিক ও মিলি কাশিমপুরের সুরাবাড়ির নাভানা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার দিদারুল ইসলাম বলেন, ‘সকালে জুবায়ের ও জুনায়েদকে বাসায় তাদের নানির কাছে রেখে কর্মস্থলে যান বাবা-মা। সকাল ১০টার দিকে রফিক বাসায় এলে জুবায়ের ও জুনায়েদ দৌড়ে বাবার কাছে যায়। এ সময় তাদের মুখ দিয়ে লালা বের হতে দেখে জিজ্ঞাসা করলে বাবাকে জানায় চিনি খেয়েছে। পরে সন্তানদের অবস্থার অবনতি দেখে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা উন্নতির দিকে।’
বাবা-মায়ের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘রান্নাঘরের একটি পাত্রে তেলাপোকা মারার ওষুধ রাখা ছিল। দেখতে চিনির মতো হওয়ায় জুবায়ের ও জুনায়েদ খেলে ফেলিছিল। এতে অসুস্থ হয়ে এ ঘটনা ঘটে।’