ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ সমাজে যুব সমাজ বিভিন্ন ড্রাগএ আসক্ত হচ্ছে। আদর্শ কে কবর দিয়ে টাকার জন্য নিজের বাবা মা এর উপর অস্ত্র ধরে এমন কি হত্যা করার মত ঘটনাও ঘটেছে। কেবল মাত্র সৃষ্টিকর্তার ভয় এবং কোরআনের শিক্ষা অর্জনের মাধ্যমে শিষ্টাচারীতা,নম্রতা, ভদ্রতা ও আদর্শের চাদরে আবৃত হতে পারা যায় তবেই সকল অপকর্ম মূলউৎপাটন সম্ভব। তিনি আরো বলেন আমরা একদিন চলে যাব, বয়সের ভারে আমরাও নুয়ে পরব।তবে আপনার আমার স্মৃতি ও রেখে যাওয়া মসজিদ তৈরি করে যদি যেতে পারি
সেই মসজিদ আপনার নাজাতের অসিলা হতে পারে। অতপর, সময় থাকেতে নিজের ভুলগুলো সুধলে নিয়ে পরিবার তথা সন্তানকে ইমলামী আদর্শের অনুপ্রেরনার খোরাক হিসাবে গড়ে তুলতে হবে। তাফসিরুল কোরআন মাহফিল তিনি এসব কথা বলেন।
২৭ ডিসেম্বর নীলফামারী ডিমলা উপজেলা নাউতারা সোনামনির ডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে সাংবাদিক মোহাম্মদ আলী সানু, ডাঃ আনাকুল ইসলাম এর যৌথ পরিচলনায় এতে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন আলহাজ্ব হাফেজ মাওঃ গোলাম মর্তজা নূরী ঢাকা। বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন,,মাওঃ মশিউর রহমান জিহাদি, মাওঃ আব্দুল মমিন সিহাবী। সভায় সভাপ্রধান ছিলেন সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট নূরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা নীলফামারী ১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এর প্রেরিত প্রতিনিধি, নাউতারা নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতিয়ার রহমান। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওঃ গোলাম আজম খতিব বর্মতল জামে সমজিদ। উদ্ধোধনী বক্তব্য রাখেন অধ্যাপক জাহিদুল ইসলাম সফিকুল গনি স্বপন ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ইসলামি সংগীত পরিবেশনায় ছিলেন মাহবুব আলম।