আশরাফুল ইসলাম, প্রতিনিধি তারাগঞ্জ (রংপুর):
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যোগদানের পর থেকে ঋণ দেয়া নেয়া গ্রাহক হয়রানী অফিস ফঁাকিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
এঘটনার ভূক্তভোগী উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী সরকার পাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মমিনুর ইসলাম বলেন, আমি উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে ঋণ নিয়েছিলাম তা নিয়মত পরিশোধ করেছি। ঋণ পরিশোধ করার পর আমি সঞ্চায় জামানতের টাকা উত্তোলণের জন্য উপজেলা যুব উন্নয়ন অফিসে গেলে যুব উন্নয়ন কর্মকর্তা আজ কাল করে নানা ভাবে হয়রাণী করছে আমাকে। ওই যুব উন্নয়ন অফিসের কর্মচারী কর্মকর্তাদের এমন আচরনে সেবা গ্রহীতাগণ সেবা না পেয়ে বিমুখে ফিরছে।
অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তা এবিএম সাদিক বলেন, আপনি যা বলছেন তা ভুল তথ্য। আমি নিয়ম মেনে কাজ করি।
এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্ত পূর্বক অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তা এবিএম সাদিকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন সহ অন্যথায় বদলির দাবি করেন।