ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ ইউনাইটেড ফাইন্যান্স এ্যান্ড আমাল ফাউন্ডেশন প্রজেক্ট এর যৌথ আয়োজনে বৃহত্তর রংপুর বিভাগের তিস্তার চরাঞ্চলের একেবারেই যারা অসহায় পরিবার। নুন আনতে যাদের পান্তা ফুরায় এসব গোত্র চিহ্নিত করে সম্পন্ন বিনামূল্য পরিস্কার পানির নিশ্চয়তায় বিনামূল্যে টিউবওয়েল স্থাপন করা হয়।
নীলফামারী ডিমলা উপজেলা ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন ছাতুনামা ও ভেন্ডাবাড়ী তিস্তার চড়ের ৮ এলাকায় এ টিউবওয়েল স্থাপন করা হয়। গ্রামের এখনো বেশ কিছু পরিবার পরিজন আছে যারা অপরের বাড়ী থেকে পানি এনে পানির চাহিদা পুরণ করে।এতে খুশি উপকারভুগী সহ এলাকাবাসী। ঐ সব এলাকায় টিউবওয়েল স্থাপনে সার্বিক তৎপরতায় ছিলেন, মিশুক আহম্মেদ বর্ষ, সাংবাদিক মোহাম্মদ আলী সানু। এ সময় তারা বলেন, আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি এবং সেই সঙ্গে দানবীয় পুজেক্ট গুলোর মহতি উদ্যোগের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা মানুষের সেবা নিজেকে আত্মনিয়োগ করেন।