ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা বাজারের ডার্চ্ বাংলা এজেন্ট ব্যবসায়ী আনারুল ইসলাম চৌধুরী (৪৫) কে র্দূবিত্তরা খুন করেছে বলে জানা গেছে।
রবিবার ৯ অক্টোবর ঘটনাস্থল সরেজমিনে গিয়ে জানা যায় নিহত আনারুল ইসলাম জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাই এর ছেলে। সে দীর্ঘ ১০/১৫ বৎসর পূর্বে ডিমলা সদর ইউনিয়নের কাউসার মোড় (বিজয় চত্তর) ১শত গজ পশ্চিমে নিজ বাড়ী স্থাপন করে ডিমলা বাজারের এসআরবি মার্কেটে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক মেসার্স সজীব এন্টার নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করিয়া আসিতেছে।
নিহতের স্ত্রী-সন্তান গ্রামের বাড়ীতে যাওয়ার সুযোগে র্দূবিত্তরা আনারুল ইসলামকে নিজ বাড়ীতে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। আনারুলের বাড়ী সংলগ্ন মোটর সাইকেল গ্যারেজ মালিক পল্লব কুমার রায় বলেন- সকাল ১০টায় দোকান খুলে দেখি দোকানের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে এবং পিছনের দরজাটি খোলা। পল্লব কুমার তাৎক্ষনিক আশপাশের লোকজনকে ডেকে বাড়ীর ভিতরে ঢুকে দেখিতে পায় রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে রয়েছে।
পরবর্তীতে ডিমলা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের চারদিকে ঘিরে রাখে। এ ব্যাপারে ডিমলা থানার ওসি মো: লাইছুর রহমান বলেন লাশের প্রাথমিক তদন্ত চললে এবং লাশের আলামত সংগ্রহের জন্য রংপুর পিবিআই কে সংবাদ দেওয়া হয়েছে।