রেজাউল করিম রঞ্জু,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে বইছে মৃদু শৈত্য প্রবাহ। শৈত্য প্রবাহের পাশাপাশি ঘন কুয়াশা আর হিমেল বাতাশে স্থবির হয়ে পড়েছে এ জেলার জনজীবন। শীতের তীব্রতার কারণে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে কাজে বের হতে পারছে না খেটে খাওয়া মানুষজন। দুপুর পর্যন্ত বাড়ীতে তারা খড়কুটে জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। নীলফামারী আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছেন। শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত বেশী হয়েছে। তবে দুই তিনদিন থেকে শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডা জনিত রোগ বৃদ্ধি পেয়েছে। এ মুহুর্তে শরীরে বেশী ঠান্ডা লাগালেই শীতজনিত রোগ আরো বেড়ে যাবে বলে জানান চিকিৎসকরা।
গতকাল রবিবার দুপুর পর্যন্ত সূর্যের আলোর দেখা মেলেনি। এদিকে স্থানীয় ডিমলা আবহাওয়া অফিস সুত্র মতে গতকাল নীলফামারীর সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
2023-01-15