এনামুল মবিন(সবুজ), স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মাজেদুরকে আটক করেছে বগুড়ার র্যাব-১৩ ।
শুক্রবার (২৪ জুন) মধ্য রাতে বগুড়ার র্যাব-১৩ এর একটি অভিজান টিম। বগুড়ার র্যাব-১৩ অভিজান টিমটি গোপন সংবাদের মধ্যেমে বগুড়ার সদর উপজেলা থেকে ১ নং আসামি মাজেদুরকে গ্রেফতার করে । গ্রেফতারের পর প্রাথমিকভাবে র্যাবের কাছে স্বীকার করেছে ।
বগুড়ার র্যাব-১৩ সংবাদ সম্মেলনেরম মাধ্যমে জানান আসামি হত্যার দায় শিকার করে ঘটনার বিবরণ দেন ।
কিছু দিন আগে ১৩ই জুন গভির রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা আমবাড়ি থেকে দিনাজপুর সদরে যাওয়ার সময় আমতলী বাজারে পূর্ব পরিকল্পিতভাবে আটক করা হয় নিহত মাজেদুলকে। নিহত মাজেদুল শেখপুরা ইউনিয়ন যুবলীগের ৩ নং যুগ্ম সম্পাদক পদে ছিলেন ।
চিরিরবন্দর থানার পুলিশ জানান হত্যাকারীরা প্রায় ৬/৭ জনেরো বেশি মিলে পরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরবর্তীতে আহত মাজেদুলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।