এনামুল মবিন(সবুজ), স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর’র সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৭ জুন) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, মাদক রোধে সিগারেট বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সালে মাদক বন্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। জেলা প্রশাসক মাদক বন্ধে ও সীমান্তে মাদক প্রতিরোধে বিজিবিকে কঠোর হওয়ার পরামর্শ দেন।
তিনি আরো বলেন, প্রতিটি পরিবারকে তাদের নিজ সন্তানকে মাদকমুক্ত করতে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এখন থেকে মাদককে না বলতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত করবো এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আসলাম উদ্দিন। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান, জেলা সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী,দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ নেওয়াজ।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মোঃ মুস্তা হাসান বিল্লাহ’র উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি (কালিতলা) স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক (নিমতলা) রেজাউল করিম রঞ্জু, মাদক বিরোধী জোট দিনাজপুরের সভাপতি শাহাদৎ হোসেন শাহ্, দিনাজপুর র্যাব ১৩’র উপ-সহকারী পরিচালক মোঃ রবিউল আলম, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির নায়েব সুবেদার মোঃ মুকিদ আলী, ভাবনার পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। উক্ত আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ ।