এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস/২২ পালিত হয়েছে।
শনিবার ( ৩ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে চ্যানেল আই এর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও ক্লাবের আয়োজনে দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুন এর সভাপতিত্বে শকুন সচেতনতা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা, তথ্য ও আইসিটি) দেবাশীষ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু।
এছাড়াও দিনাজপুর পৌরসভার সাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ছুটু, দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল প্রমূখ ও
স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ও দিনাজপুর প্রেসক্লাবের সহ সভাপতি শাহ আলম শাহী।
অনুষ্ঠানে বিশিষ্ট গন্যমান্য ব্যাক্তি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ,সাংবাদিকগণ অংশগ্রহন করেন।