আশরাফুল ইসলাম, তারাগঞ্জ প্রতিনিধিঃ ‘কৃষি সমৃদ্ধি’ লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রংপুর তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ্দ বেলাইচন্ডী ভীমপুর গ্রামের বারি মাল্টা-১জাত চাষীদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ আলী হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ঊমি তাবাস্সুম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল সরকার ও ধীবা রানী রায়। এছাড়াও বক্তব্য রাখেন, ওই এলাকার মাল্টা চাষী কৃষক জহুরুল আলম প্রমুখ। তিনি বলেন, আমি ৩০ শতক জমিতে মাল্টা চাষ করেছি আশাকরি ফলন খুব ভালো হয়েছে।