সমাবেশ ও প্রবীণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
আসছে আগামী ১৯শে ডিসেম্বর ২০২২ইং, রোজ সোমবার বেলা-১১ঘটিকায় রংপুর তারাগঞ্জ উপজেলার ইকরচালী নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও প্রবীণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন ও উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন। সভাপতিত্ব করবেন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন প্রামানিক ও স্বাগত বক্তব্য রাখবেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার সরকার। উক্ত অনুষ্ঠানের খবরটি প্রচারের লক্ষে তারাগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত থাকবেন, তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার তারাগঞ্জ রিপোর্টার সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত থাকবেন, অত্র এলাকার গণ্যমান্য সুধি-সমাজসহ সকল পেশার মানুষ অংশ গ্রহন করবেন।