ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে (আল কোনআন) এসো মুমিন দলে দলে আল কোরআন এর ছায়া তলে, এই শ্লোগান করে নীলফামারী ডিমলা উপজেলা নাউতারা পূর্বপাড়া জেলেমা রহমান নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসির মাহফিল অনুষ্ঠিত।
রবিবার বাদ আছর হতে নীলফামারী জেলা রেকর্ড কিপার, ও নাউতারা পূর্বপাড়া জামে মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসার সভাপতি খালেকুজ্জামান দুলাল এর সভাপ্রধানে প্রধান আলোচক হিসেবে ওয়াজ ফরমাইবেন হযরত মাওঃ রাকিবুল ইসলাম সিরাজী সিরাজগঞ্জ। বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হযরত মাওঃ নুর মোহাম্মদ আনোয়ারী নীলফামারী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মনোয়ার হোসেন,বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৭ নং খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার।
সোমবার নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি সভাপ্রধানে প্রধান মুফাসসীর হিসেবে আলোচনা পেশ করবেন দেশ বরেণ্য তরুন প্রজন্মের অহংকার মটিভেশনাল আলোচক আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।
বিশেষ আলোচক হিসেবে ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পূন্ন হযরত মাওঃ মজিবুর রহমান অধ্যাপক জনতা ডিগ্রি কলেজ ডিমলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিমলা উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।
উল্লেখ পর্দার সহিত মহিলা মা বোনদের জন্য ডিজিটাল স্কীনে ওয়াজ দেখা ও শোনার সুব্যবস্থা রাখা হয়েছে।