ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ পবিত্র মাহে রমযান উপলক্ষে ডিমলা এরিয়া অফিস আয়োজনে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও স্বতঃস্ফূর্তভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৫ এপ্রিল ২২ ইং বিকালে ডিমলা এরিয়া অফিস চত্বরে মাহফিলে অংশ নেন উপজেলা প্রসাশন, থানা পুলিশ প্রসাশন, মুক্তিযোদ্ধা, ব্যাংক,সুশিল সমাজ, সাংবাদিক বৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিমলা এরিয়া ম্যানাজার, মোঃ শাহ আলম সরকার,( দাবি), মোঃ নাসির উদ্দীন সরদার, (প্রগতি) মোঃ মোকারম হোসেন( নিউ- পুওর), কামাল উদ্দিন উপজেলা একাউন্স ম্যানাজার, আবুল কালাম আজাদ ম্যানাজার (দাবি) স্নেহলতা ব্যাবস্থাপক (ইউপিজি)প্রমূখ।