ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ বিয়ের দাবিতে মেয়ের বাড়ীতে প্রেমিকের অনশন।এ নিয়ে উৎসুক জনতার ভিড়। ঘটানাটি ঘটেছে নীলফামারী ডিমলা উপজেলা ৬ নং নাউতারা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সাতজানে।
এলাকাবাসী সূত্রে জানা যায় সাতজান এলাকার রহম আলীর ছেলে সাদেম হোসেন জলঢাকা ডিগ্রি কলেজ এর আনার্স ফাইনাল ইয়ার্স এর ছাত্র।
সে একই এলাকার দুলাল হোসেন এর মেয়ে ছদ্দ নাম (জুতি) এর সঙ্গে বিগত ৪ মাস ধরে অবৈধ সম্পর্ক চলিয়ে আসছে। মেয়ে বলেন, আমি অনেক বার সম্ভ্রম হারিয়েছি। এব্যাপারে দুলাল হোসেন বলেন ২৬ অক্টোবর বুধবার আমার মেয়ের অন্যত্রে বিবাহ দিন ধার্য হয়েছে। বড় পক্ষ বিকালে আসার কথা। এদিকে গত রাত আনুমানিক ১২ টার সময় আমার মেয়ের ঘরে ফিসফিস শব্দ শুনতে পেয়ে দরজা খুলে হাতে নাতে সাদেম হোসেন কে ধরে ফেলি। এ ব্যাপারে শান্তির প্রস্তাব দিলেও ছেলে পক্ষ রাজি না হওয়ায় আমি নিরুপায় হয়ে আইনের আশ্রায় নিচ্ছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি বলেন, মুঠোফোনে মেয়ের বাবা সঙ্গে কথা হয় তাতে মেয়ে পক্ষ রাজি হলেও ছেলে পক্ষকে রাজি করা যাচ্ছে না।