ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ এসো ভাই দলে ইসলামের ছায়াতলে এই শ্রোগান করে সরকার পাড়া জামে মসজিদ এর উদ্যোগে দুই দিন ব্যাপাী এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
৬ নভেম্বর বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আঃ লতিফ দুলুর সভাপ্রধানে ওয়াজ ফারমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওঃ ওমর ফারুক সিদ্দিকী, কেন্দ্রীয় জামেমসজিদ হারাগাছ রংপুর।বিশেষ অতিথি হিসেবে ওয়াজ ফরমাইবেন মাওঃ আঃ মুমিন সিহাবী মাজলিসুল মোফাসীরিন নীলফামারী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। ৭ নভেম্বর নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি এর সভাপ্রধানে প্রধান মোফাসসীর হিসেবে তাফসীর পেশ করবেন ক্বরী মাওঃ মোঃ আঃ কুদ্দুস সিদ্দিকী,ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ ফরমাইবেন হয়রত মাঃ আব্দুস সাত্তার অধ্যক্ষ ডিমলা কামিল মাদ্রাসা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অধ্যক্ষ মনোয়ার হোসেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিমলা উপজেলা শাখা। মাহফিলটি উদ্বোধনী আলোচনা পেশ করবেন হাজারো আলম এর ওস্তাদ হযরত মাঃ আঃ রশিদ, অধ্যক্ষ ছিটমীরগঞ্জ শালন গ্রাম কামিল মাদ্রাসা।