ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এবারের এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে ডিমলায় আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালন হয়।
২৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রেগ্রামার মোঃ নাজিমুল ইসলাম প্রমুখ।