ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১-জানুয়ারী) সকালে উপজেলা শাখা জাতীয় পার্টি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে উপজেলা জাতীয় পার্টি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি বর্ণাঢ্য র্যালী বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ডিমলা উপজেলা শাখার জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিজুল ইসলাম এঁর সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডিমলা উপজেলা শাখার আহবায়ক লেঃ কর্নেল (অবঃ) তসলিম উদ্দিন পিএসসি।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি ডাবলু মিয়া
যুব সংহতি কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ডাঃ সাইদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি ডাঃ আলতাফ হোসেন।