ডিমলা নীলফামারীর প্রতিনিধিঃ কৃষিই কৃষ্টি,কৃষি সমৃদ্ধি এই শ্লোগান করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিমলা আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কার্যক্রমের কৃষি যন্ত্রপাতি বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
বুধবার উপজেল পরিষদ চত্বরে বিতরণ কে ঘিরে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সেকান্দার আলীর সঞ্চালনায় নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপ্রধানে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, পুরুষ ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, জেলা প্রকৌশলী উজ্বল কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমান,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল ইসলাম। সভায় বক্তাগন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য উদারতা, পরিবারের ভাগ্য উন্নয়ন, কৃষিপ্রণোদনা,ভর্তুকির সহ নানা বিষয়ের প্রতি আলোকপাত করেন।
আলোচনা শেষে ৩ নং সদর ইউনিয়ন দঃ তীতপাড়া গ্রামের কৃষক মোঃ মতিউর রহমান এবং ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন মোঃ আল আমীন এর মাঝে এসিআই কোম্পানীর ২টি কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ করা হয়। যার বাজার মূল ৬১ লক্ষ ৭০ হাজার এবং ৮ ঝুনাগাছ চাপানী ইউনিয়ন এর কৃষক মোঃ আমিনুর রহমান এর হাতে বাংলা মার্ক কোম্পানীর ৩১ লক্ষ টাকা মেশিন তুলে দেয়া হয়।