এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দরে গুনীজন সংবর্ধনা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সকালে শশীমোহন ব্যানার্জী স্মৃতি গ্রন্থাগার ও সৌদামনি ব্যানার্জী গ্রন্থাগারের যৌথ আয়োজনে গ্রন্থাগার সমূহের সভাপতি ধর্মাচার্য সত্যেন্দ্রনাথ ব্যানার্জীর সভাপতিত্বে গুনীজন সংবর্ধনা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ খালিদ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর থানা অফিসার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বজলুর রশিদ, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, স্থানীয় ভিয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ,কবি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী।
অনুষ্ঠানে গুনীজন হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান, থানার অফিসার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ ও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমকে সংবর্ধনা জ্ঞাপন পূর্বক সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালোচনা করেন তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক প্রদীপ রায়।
অনুষ্ঠানে স্থানীয় সূধীজন,শিক্ষক,লেখক,কবি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।