গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে পাভেল হত্যা মামলার প্রধান আসামী সিরাজুল ইসলামকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায় বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মিলন চ্যাটার্জী নেতৃত্বে থানার চৌকস টিম এস আই প্রলয় বর্মা, কনষ্টেবল জহুরুল ইসলাম সহ
২ দিন যাবৎ ঢাকার নারায়নগঞ্জে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে (২৮ ডিসেম্বর) বুধবার ১নং আসামী সিরাজুলকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার হত্যা মামলা নং জি আর- ৬৬০/২২ (পাভেল মার্ডার) এর এজাহার নামীয় ১নং আসামী সিরাজুল ইসলাম (৩৪)পিতা- মৃত আজিজার রহমান, সাং-কাটাবাড়ী, থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বৈরাগীহাট ফাঁড়ি ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান আজ ২৯/১২/২০২২ তাং আসামী কে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে বিজ্ঞ বিচারকের নিকট স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ডের জন্য হাজির করা হয়েছে।